Who is the main protagonist in the narrative of "Paradise Regained"?
Solution
Correct Answer: Option B
"Paradise Regained" হলো জন মিল্টনের মহাকাব্য "Paradise Lost"-এর একটি সিক্যুয়েল। "Paradise Lost"-এ আদম ও ইভের স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার এবং শয়তানের প্ররোচনার গল্প বলা হয়েছে। কিন্তু "Paradise Regained"-এ শয়তান (সাতান) মরুভূমিতে যিশু খ্রিস্টকে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং যিশু কীভাবে সেই প্রলোভনগুলি প্রতিহত করেন, সেই গল্প বর্ণিত হয়েছে। এখানে মূল চরিত্র এবং সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু হলেন যিশু খ্রিস্ট।