একটি দেয়াল ঘড়িতে যখন ৯:৩০টা বাজে তখন যদি মিনিটের কাটাটি পূর্বদিকে থাকে তবে ঘণ্টার কাঁটাটি কোন দিকে থাকবে?

A পশ্চিমে

B দক্ষিণ

C পূর্ব-দক্ষিণ

D দক্ষিণ-পশ্চিম

Solution

Correct Answer: Option D

- নিয়মিত (সাধারণ) দেয়ালঘড়িতে মিনিটের কাঁটা ৩০ মিনিটে ৬-এর দিকে থাকে — সেটি সাধারণত দক্ষিণে নির্দেশ করে।
- কিন্তু এখানে বলা হয়েছে ওই মিনিটের কাঁটা পূর্ব দিকে আছে, তাই ঘড়াপ্লেট পুরোটা ৯০° (এক চতুর্থ) পরিমাপে ঘুরে গেছে (দক্ষিন → পূর্ব)।
- ফলে ঘড়ির ওপরের দিকে থাকা ১২ নম্বরটি এখন পশ্চিমে চলে গেছে, ৯ নম্বরটি দক্ষিণে।

- এখন ৯:৩০-এ ঘণ্টার কাঁটা ৯ ও ১০-এর মাঝামাঝি (৯.৫) স্থানে থাকবে — অর্থাৎ সাধারণ অবস্থায় এটি ৯-এর (পশ্চিম) থেকে ১০-এর (উত্তর-পশ্চিম) দিকে অল্প মাত্রা সরে; কিন্তু যেহেতু ঘড়িটা ৯০° ঘুরেছে, সেই মধ্যবিন্দুটি দক্ষিণ ও পশ্চিমের মাঝামাঝি দিকেই পড়ে — অর্থাৎ দক্ষিণ-পশ্চিম। তাই সঠিক উত্তর D।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions