Correct Answer: Option D
অন্যভাবে বললে বলা যায়, কম্পিউটার যেসব ডিভাইসের সমন্বয়ে তৈরি (যেমন: মাইক্রোপ্রসেসর, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমােরি অংশ ইত্যাদি) তাদের মধ্যে ডিজিটাল তথ্য (০ ও ১) চলাচলের জন্য যে মাধ্যম তাকেই বাস বলে।
অর্থাৎ, কম্পিউটারের এক অংশ থেকে তথ্য অন্য অংশে নিয়ে যাবার জন্য কম্পিউটার বাস ব্যবহৃত হয়। বস্তুগত দিক থেকে বাস হচ্ছে ক্যাবল বা তার অথবা সার্কিট বাের্ডের পরিবাহক লাইন।
কম্পিউটার বাস প্রধানত ২ প্রকার
- সিস্টেম বাস (System Bus)
- এক্সপ্যানশন বাস (Expansion Bus)
যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট আউটপুটসহ অন্যা ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে। সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।
কম্পিউটারের সিস্টেম বাসকে (System Bus) আবার ৩ ভাগে ভাগ করা যায়।
- Data Bus
- Address Bus
- Control Bus
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions