NATO’s first direct military intervention took place during which conflict?
Solution
Correct Answer: Option B
- NATO-এর প্রথম সরাসরি সামরিক হস্তক্ষেপ হয়েছিল বসনিয়া যুদ্ধে (The Bosnian War)
- ১৯৯২ থেকে ১৯৯৫ সালের মধ্যে বসনিয়া-হার্জেগোভিনা অঞ্চলে সংঘটিত এই যুদ্ধে, NATO প্রথমবারের মতো সরাসরি সামরিক অভিযান চালায়।
- ১৯৯৪ এবং ১৯৯৫ সালে NATO বিমান বাহিনী বসনিয়ার উপর no-fly জোন কার্যকর করে এবং বসনিয়ান সার্বীয় সামরিক অবস্থান ও বিমানঘাঁটিতে বোমাবর্ষণ চালায়।
- এই সময়েই NATO-এর প্রথম যুদ্ধবিমান সংঘর্ষ ঘটে, যেখানে চারটি সার্বীয় যুদ্ধবিমান ধ্বংস করা হয়।