Sculptures in Bangladesh (29 টি প্রশ্ন )
- পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি হতে কুষ্টিয়ার ভেড়ামারা পর্যন্ত সংযুক্তকারী রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ।
- এটি বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু।
- এই সেতুর নির্মাণকাল ১৯০৯-১৯১৫, এবং প্রথম ট্রেন পার হয় ৪ মার্চ ১৯১৫ সালে
- তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নামানুসারে এই সেতুর নামকরণ করা হয়।
- হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য ১৭৯৮.৩২ মিটার।
- এর উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে।
- মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য অপরাজেয় বাংলার স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ
- ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে অবস্থিত।

কিছু গুরুত্তপুর্ণ স্থপতিঃ
- জাতীয় স্মৃতি সৌধ (সাভার) : মইনুল হোসেন
- মুজিবনগর স্মৃতিসৌধ (মেহেরপুর) : তানভীর কবির
- জাগ্রত চৌরঙ্গী(জয়দেবপুর) : আব্দুর রাজ্জাক
- স্বৌপার্জিত স্বাধীনতা(ঢাবি) : শামীম সিকদার
- মুক্ত বাংলা(ইবি) : রশিদ আহমদ
- সংশপ্তক (জাবি) : হামিদুজ্জামান
- সাবাস বাংলাদেশ(রাবি) : নিতুন কুন্ডু
- পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার)

অবস্থান: এটি বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। পাহাড়পুর গ্রামের কাছে এর অবস্থান।

ঐতিহাসিক গুরুত্ব: এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এটি একটি প্রাচীন বৌদ্ধ মহাবিহার ছিল, যার আনুষ্ঠানিক নাম ছিল সোমপুর মহাবিহার। ধারণা করা হয় এটি পাল রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের শুরুতে নির্মাণ করেছিলেন। এটি সেই সময়ের একটি বিখ্যাত বিদ্যাচর্চার কেন্দ্র ছিল।

স্বীকৃতি: পাহাড়পুর বৌদ্ধ বিহার ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের (UNESCO World Heritage Site) মর্যাদা লাভ করে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং পর্যটন কেন্দ্র।

স্থাপত্য: এই বিহারের স্থাপত্যশৈলী খুবই গুরুত্বপূর্ণ। এর কেন্দ্রে একটি বিশাল মন্দির বা স্তূপ রয়েছে এবং চারদিকে ভিক্ষুদের থাকার জন্য কক্ষ রয়েছে। এর দেয়ালগুলো টেরাকোটার ফলক দিয়ে সজ্জিত।

- পাহাড়পুর বৌদ্ধ বিহার হলো নওগাঁ জেলায় অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার যা তার ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত।
    


 

The highest mountain in Bangladesh is Mowdok Taung




ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

International Mother Language Day (IMLD) is a worldwide annual observance held on 21 February to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. First announced by UNESCO on 17 November 1999, it was formally recognized by the United Nations General Assembly in its resolution establishing 2008 as the International Year of Languages



 

Moder Gorob or Our Pride is a sculpture situated in front of Bangla Academy building in Dhaka, Bangladesh. It was dedicated to the memory of those killed during the Bengali Language Movement demonstrations of 1952, when protesters demanding Bengali as a state language of former Dominion of Pakistan were massacred by Pakistan Police.









ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন








 

it is a great painting of Shilpacharya Zainul Abedin about the cyclone 0f 1970. 



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0