In which direction does the orange gear rotate?
Solution
Correct Answer: Option B
১। প্রথম নীল রংঙ্গের গিয়ার এর সাথে বেইলটি উলটা ভাবে আছে দ্বিতীয় বড় নীল রঙ্গের গিয়ারের সাথে। তাই প্রথম গিয়ারটি যেদিকে ঘুরবে দ্বিতীয়টি উলটা দিকে ঘুরবে। এর অর্থ দ্বিতীয়টি ঘড়ির দিকে ঘুরবে।
২। তৃতীয়টি ঘড়ির উলটা দিকে ঘুরবে।
৩। চতুর্থটি ঘড়িরি দিকে ঘুরবে
৪। পঞ্চমটি বা কমলা রঙ্গেরটির সাথে ৪নং টির বেইল সোজা ভাবে লাগানো আছে, এর অর্থ ৪ং টি যেদিকে ঘুরবে কমলা রংঙ্গেরটি একই দিকে ঘুরবে।