Bank Rate is also called as __________ rate.
Solution
Correct Answer: Option B
ব্যাংক রেটকে "ডিসকাউন্ট রেট" বা "বাট্টা হার"ও বলা হয়। এটি সেই সুদের হার যা একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক (যেমন বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক) বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার সময় চার্জ করে। যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিলের প্রয়োজন হয়, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এই হারে ঋণ নিতে পারে।