একজন লোক উত্তর দিকে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্ব দিকে ঘুরে 20 কি.মি. হাঁটলো। এর পরে সে উত্তর দিকে ঘুরে 7 কি.মি. হাঁটলো। আবার সে পূর্ব দিকে মোড় নেয় এবং 15 কি.মি. হাঁটলো। সে যাত্রা স্থান থেকে সরাসরি কত দূরে অবস্থান করছে?
A 25 কি.মি.
B 37 কি.মি.
C 32 কি.মি.
D 20 কি.মি.
Solution
Correct Answer: Option B
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান E
সরাসরি দূরত্ব AE =√(12
2 + 35
2)
=√(144 + 1225)
= √1369 কি.মি.
= 37 কি.মি.