একটি চিড়িয়াখানায় মোট ৬০টি কবুতর ও হরিণ আছে। যদি কবুতর ও হরিণের পায়ের সংখ্যা মোট ১৫০ টি হয়ে থাকে তাহলে সেখানে মোট কতটি কবুতর আছে?

A ১৫টি

B ৪৫টি

C ৩৫টি

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

#নিয়ম -১:
যদি ৬০টিই কবুতর হতো তাহলে মোট পা হতো ৬০*২ = ১২০টি কিন্তু পা দেয়া আছে ১৫০টি অর্থাৎ পায়ের সংখ্যা বেশি ১৫০-১২০ = ৩০টি। এখন একটি কবুতরের থেকে একটি হরিণের পায়ের সংখ্যা বেশি থাকে ৪-২ = ২টি। তাহলে ৩০টি পা বেশি থাকার জন্য হরিণ লাগবে ৩০/২ = ১৫টি (অর্থাৎ ১৫টি কবুতরের স্থলে ১৫টি হরিণ নিলে স্বাভাবিক ভাবেই ৩০টি পা বেশি হয়ে যাবে)


#নিয়ম-২: সবগুলোকেই হরিণ ধরে ৪*৬০ = ২৪০টি পা, ধরে ২৪০-১৫০ = ৯০টি পা কম লাগবে তাই কবুতর হবে ৯০/২ = ৪৫টি। কারণ 45টি হরিণের স্থলে 45টি কবুতর নিলে 90টি পা কমবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions