'শির নেহারি' আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির।' এখানে 'নেহারি' শব্দের অর্থ কী?
Solution
Correct Answer: Option C
“শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!”
— কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটি বিখ্যাত পঙ্ক্তি।
শব্দার্থ:
- শির = মাথা
- নেহারি = দেখে বা প্রত্যক্ষ করে
- আমারি = আমারই
- নতশির = মাথা নিচু করা (নতমস্তক)
- শিখর = চূড়া
- হিমাদ্রি = এখানে হিমালয় অর্থে ব্যবহৃত।
- এই পঙ্ক্তিতে কবি বলছেন, “আমার মাথা দেখে হিমালয়ের মত মহাপর্বতের শিখরও নতমস্তক হয়।”
- অর্থাৎ, কবির আত্মবিশ্বাস, শক্তি ও বিরুদ্ধতা এতটাই প্রবল যে প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি হিমালয় পর্যন্ত তাঁর সামনে মাথা নিচু করে।
- কবিতায় বিদ্রোহী সত্তা নিজের শক্তির এমন প্রতিচ্ছবি এঁকেছেন যে, এমনকি হিমালয়ের মত গর্বিত ও বিশাল কিছু পর্যন্ত তার সামনে বিনয় প্রকাশ করে। এটি এক আত্মপ্রত্যয়ী, অবিনাশী, দুর্বার মানসিকতার প্রতীক।