IFIC Bank Ltd. - Management Trainee Officer - 2017 (99 টি প্রশ্ন )



Solution: 

 1 KB = 1024 Byte    1 MB = 1024 KB    1 GB = 1024 MB   1 TB = 1024 GB    



Solution: 

 পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা । তাই ভূ-পৃষ্ঠের সর্বত্র G এর মান সমান নয় বলে বস্তুর ওজন 

 ও সর্বত্র সমান নয় । মেরু অঞ্চলে G এর মান বেশি বলে সেখানে কোন বস্তুর ওজনও বেশি হবে । আর বিষুবীয় অঞ্চলে G এর 

মান কম বলে সেখানে কোন বস্তুর ওজনও কম হবে । পৃথিবীর কেন্দ্রে ও মহাশূন্যে G এর মান শূন্য । উল্লেখ্য এই G হলো 

Gravitational Acceleration বা অভিকর্ষজ ত্বরণ ।  


Solution:  

      বিষয়ের নাম          Anthropology           Ethnology            History  
 যে জিনিসের সাথে সংশ্লিষ্ট      নর বিদ্যা নিয়ে আলোচনা   

 নৃবিজ্ঞান বা মানব জাতির 

   বৈজ্ঞানিক বিবরণ 

 নর বিদ্যা নিয়ে আলোচনা   


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক The Federal Reserve System প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে । 






Solution: 

 বিশ্বে পারমানবিক বোমার অধিকারী দেশ ৮টি । বিশ্বের প্রথম পারমানবিক বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র । প্রথম 

পারমানবিক বোমা ফেলা হয় জাপানের হিরোশিমায় । হিরোশিমায়ায় ১৯৪৫ সালের ৬ আগষ্ট যে বোমা ফেলা হয় তার 

নাম লিটল বয় । 


আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। এর আয়তন ০.৪৪ বর্গ কিমি। 

- ১১ ফ্রেব্রুয়ারি, ১৯২৯ ইতালির সাথে Lateran pacts নামক চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। 
- দেশটি পোপ কর্তৃক শাসিত হয় ।
- এর মুদ্রার নাম ইউরো, কিন্তু ইইউ সদস্য নয়। 
- ভ্যাটিকান সিটি জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র ও বিশ্বব্যাংকের সদস্য নয়।
- এটি স্থলবেষ্টিত রাষ্ট্র। 



ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

 IMF হচ্ছে International Monitory Fund যা প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে এবং কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের 

১লা মার্চ । IMF এর বর্তমান ও প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ফ্রান্সের ক্রিস্টিন ল্যাগার্ড । এর সদস্য সংখ্যা ১৮৮টি । 




 UNESCO ঘোষিত বাংলাদেশে বিশ্ব ঐতিহ্য তিনটি । যথাঃ 

 ক. পাহাড়পুর বৌদ্ধ বিহার (নওগাঁ);  খ. ষাট গম্বুজ মসজিদ (বাগেরহাট);  গ. সুন্দরবন । 

 এর মধ্যে UNESCO সুন্দরবনকে 1997 সালের 6 ডিসেম্বর 798 তম বিশ্ব ঐতিহ্য বা World Heritage হিসেবে 

 ঘোষণা করে । 








ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0