Uttara Bank Ltd – Assistant Officer (Cash) - 2017 (101 টি প্রশ্ন )

 Solution:  

 R --> (Having examined the patient )  S --> ( for over an hour )  P --> (the doctor prescribed )  Q --> ( some antibitics )  

  বাক্যের অর্থঃ এক ঘন্টারও বেশি সময় ধরে পরীক্ষা করে ডাক্তার রোগীর জন্য কিছু ওষুধের পরামর্শ দিল । 


Solution:

Brazil Won the World Cup Football Championship in 1958, 1962, 1970, 1994 & 2002.


Solution: 

 

  Country         Bhutan         India        Poland          Bulgari   
Date of recognition     07.12.1971   06.12.1971    12.01.1972   12.01.1972

 


Solution:

 কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো CPU অবশ্য CPU বলতে শুধু Microprocessor বুঝানো হয় । এই CPU কে কম্পিউটারের ব্রেইনই বা মস্তিস্ক বলা হয় ।

CPU কে 3 ভাগে ভাগ করা যায়ঃ 1) Arithmetic Logic Unit,  2) Control Unit & 3) Register. 


Solution:

  ইউনেস্কো ঘোষিত বাংলাদেশে বিশ্ব ঐতিহ্যগুলোর মধ্যে সুন্দরবন অন্যতম । সংস্থাটি ৬ই ডিসেম্বর ১৯৯৭ সাল ৭৯৮ তম ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ।


Solution:

প্রতি বছর মে মাসের ৮ তারিখে বিশ্ব Red Cross এবং Red Crescent দিবস উদযাপিত হয় । কারণ, এই দিনটিকে

International Committee of the Red Cross (ICRC) এর প্রতিষ্ঠাতা Henry Dunant (জন্ম 8 May 1828) জন্মগ্রহন করেন । তিনি প্রথম শান্তিতে নোবেল পান ।





ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

 Solution:

 ভূ-কম্পন বিষয়ক বিদ্যা হলো Seismology; মুদ্রা ও পদক সংক্রান্ত বিদ্যা হলো Numismatics আর পরিবেশের সাথে প্রাণিজগতের সম্পর্ক আলোচিত হয় Ecology তে ।


Solution:

 

           নাম                                   পদবি                      মন্ত্রনালয়/বিভাগ   
সৈয়দ নজরুল ইসলাম     উপরাষ্ট্রপতি  
 তাজউদ্দিন আহমদ      প্রধানমন্ত্রী  কেবিনেট ডিভিশন, প্রতিরক্ষা , তথ্য ও বেতার     
ক্যাপ্টেন এম মনসুর আলী        মন্ত্রী        অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ
এ এইচ এম কামরুজ্জামান        মন্ত্রী          স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন

 




Solution:

 বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অব পাকিস্তান । ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে (বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুসারে) ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় ।



Solution:

 দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হলেন 'তারামন বিবি' এবং 'ডা সিতারা বেগম' । তাঁরা যথাক্রমে ১১ ও ২ নং সেক্টরে যুদ্ধ করেন ।


Solution:

 প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ৭-৮ ডিসেম্বর ১৯৮৫ সালে । ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২৬-২৭ নভেম্বর ২০১৪ সালে ।



Solution:

 G -15 নামে যে অর্থনৈতিক ব্লক আছে তাতে মোট 18 টি দেশ আছে । দেশগুলো হলো Algeria, Argentina, Brazil, Chile, Egypt, India, Indonesia, Iran, Jamaica, Kenya, Malaysia, Mexico, Nigeria, Peru, Senegal,

 Sri Lanka, Venezuela এবং Zimbabwe. কিন্তু ব্লকটির নাম এখনো G -15 ই রয়েছে গেছে । এটি তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট ।


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- ১৩৩৭ সালে থেকে ১৪৫৩ সাল পর্যন্ত France এবং England এর মধ্যে যে যুদ্ধ হয়েছিল তা শতবছরব্যাপী যুদ্ধ নামে পরিচিত ।
 এই যুদ্ধে France এর সেনাপতি ছিলেন 'জোয়ান অব আর্ক' ।


Solution: 

কম্পিউটারে অডিও মিউজিক শোনার জন্য এই কার্ড ব্যবহার করা হয় । মাদারবোর্ডে বিল্ট-ইন-কার্ড থাকতে পারে । এছাড়া স্প্লটে আলাদা বসান Sound Card যায় । 


Solution:

          Country        Bangladesh         India        Myanmar   
Annual Jute Production (Tonnes)     1,349,000    1,968,000      17,000

 



Solution:

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা 'UNESCO' জাতিরজনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণকে

ওয়ান্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয় ৩০শে অক্টোবর ২০১৭ সালে ।  


Solution:

সদর দপ্তর        প্যারিস    (ফ্রান্স) নিউইয়র্ক                        হেগ       জেনেভা    
বিভিন্ন সংস্থার নাম        UNESCo, OECD, AFP, ICC       UN, UNDP, UNFPA, UNICEF      EUROPOL, OPEW      ILO,ITU,ITU,UNCTAD,UNHCR,WHO,WTO      

 


Solution: প্রশ্নে বলা হচ্ছে যে, ঘড়ির কাঁটা একদিনে অর্থাৎ 24 ঘন্টায় মোট কত বার Coincide অর্থাৎ একটার উপরে আরেকটা অর্থাৎ  মিনিটের কাটার উপর ঘন্টায় কাঁটা থাকে ।

24 ঘন্টায় ঘড়ির দুটি কাঁটা     



একসাথে (Coincide) বা একে অন্যের উপরে থাকবে অর্থাত 0 কোণ । যেমনঃ ১২ টা ।      

22 বার       
Straight বা একে অন্যের উল্টাদিকে থাকবে অর্থাৎ 180 কোণ । যেমনঃ ৬টা ।
এক সমকোণ বা Right angle এ থাকবে । যেমনঃ ৩টা।
Acute বা obtuse অর্থাৎ সূক্ষ্মকোণ থাকবে (২ টা বা ৫টা) 44 বার

 


Solution: 

 0 এর Factor সমূহ হলো 0, 1, 2, 3, 4, 5, 6 ............

আর, 6 এর Factor সমূহ হলো 6, 12, 18, 24, 30, 36, 42 ...........

এখন গ. সা.গু. এর সঙ্গা মতে 0 এবং 6 এর Common factor হলো 6 . তাই গ. সা. গু. হবে 6  


Solution:

60% of A = 3/4 of B          => 60/100 \( \times \) A  = 3B/4            => 3A/5 = 3B/4

=> A/B = 3\( \times \) 5/ 4\( \times \)3          => A/B = 5/4               A:B = 5:4


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

Solution: 

প্রশ্নে বলা হচ্ছে যে, 100 মিটারের একটি দৌড় প্রতিযোগিতায় A 36 সেকেন্ডে এবং B 45 সেকেন্ডে দৌড় শেষ করে । ঐ প্রতিযোগিতায় A,B কে কত মিটার পরাজিত করে ? 

A,B এর চাইতে কম সময় নেয় = 45 - 36 = 9 সেকেন্ড

এই 9 সেকেন্ডে A বেশি যায় = \(\frac{{100}}{{45}} \times 9\) = 20 মিটার

Exam shortcut: Distance covered by B in 9 seconds = \(\frac{{100}}{{45}} \times 9\)m = 20m


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0