প্রতি ১ হাত পর পর গাছ লাগানো হল । যদি মোট ১০ টি গাছ লাগানো হয় তাহলে রাস্তার দৈর্ঘ্য কত?
A ৮ হাত
B ৯ হাত
C ১০ হাত
D ১২ হাত
Solution
Correct Answer: Option B
এখানে কেউ ১০+১ = ১১ হাত দিলে ভুল হবে । কারণ গাছ ১টি বেশি লাগে , এবং দৈর্ঘ্য কম হয় । তাই এখানে ১০টি গাছ লাগানোর জন্য দু'প্রান্তে দুটি গাছ রেখে দিলে মাঝের মোট দূরত্ব হবে ৯ হাত ।