৫ বছর পূর্বে আরুশী অর্পা অপেক্ষা ১২ বছরের ছোট ছিল । ১৪ বছর পরে তাদের বয়সের পার্থক্য কত হবে?

A ১৩

B ১৪

C ১২

D ১৫

Solution

Correct Answer: Option C

যে কারো বয়সের পার্থক্য ৫ বছর হলে ৪০ বছর আগেও তাদের বয়সের পার্থক্য ৪০ ই থাকে , আবার ৪০ বছর পরও তাদের বয়সের পার্থক্য ৫ ই থাকবে ।

তাই এখানে ৫ বছরে আগে তাদের বয়সের পার্থক্য ১২ হওয়ায় ১৪ বছর পরেও তাদের পার্থক্য ঐ ১২ বছর ই হবে । কারণ তার দুজন সমান সমান বয়সে বাড়বে । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions