একজন রাজা ৩০ বছর বয়সে সিংহাসনে আরোহন করেন এবং তাঁর জীবনের ২/৫ অংশ সময় রাজত্ব করেন। তিনি কত বছর রাজত্ব করেন?

A ৫০

B ১৫

C ২০

D ২৫

Solution

Correct Answer: Option C

২/৫ হলো তার সম্পূর্ণ জীবনের মধ্যে রাজত্বকাল ।
অর্থাৎ ৫ অংশ মোট জীবন সেখান থেকে রাজত্ব করেছে ২ অংশ ।
তাহলে রাজত্ব করে নি ৫-২ = ৩ অংশ এই ৩ অংশের মান ই হল ৩০ ।
তাহলে ১ অংশের মান ৩০/৩ = ১০ এবং তার রাজত্বকাল ১০×২ = ২০ বছর ।
সম্পূর্ণ জীবনকাল ৫×১০ = ৫০ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions