Solution
Correct Answer: Option A
দশমিকের পরের সংখ্যাগুলো তুলনা করলেই উত্তর পাওয়া যাবে।
দশমিকের পর প্রথম অংক তুলনা করলে ১.১xx সংখ্যাগুলো (১.১০৯, ১.১০২) বড়।
এবার এই দুটির মধ্যে দশমিকের পর তৃতীয় অংকটি তুলনা করলে দেখা যায় ৯, ২ এর চেয়ে বড়।
সুতরাং, ১.১০৯ হলো বৃহত্তম সংখ্যা।