নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
Solution
Correct Answer: Option B
দেখা যাচ্ছে যে "TOXCRE" শব্দটিকে পুনরায় সাজিয়ে মানবদেহের অঙ্গ "Cortex" গঠন করা যেতে পারে। কর্টেক্স হল মস্তিষ্কের বাইরের স্তর যা চিন্তা, সংবেদন এবং স্বেচ্ছাসেবীর মতো অনেক গুরুত্বপূর্ণ কাজের জন্য দায়ী।