- এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। ৭৭৬ খৃষ্টপূর্বে প্রাচীন গ্রিসের অলিম্পিয়ায় অলিম্পিক খেলার জন্ম।
এখন যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় তা মডার্ন অলিম্পিক নামে পরিচিত, এর জনক Baron Pierre
de Coubertin যিনি ছিলেন International Olympics Committee(IOC)র প্রতিষ্ঠাতা। ১৮৯৪ সালে
প্রতিষ্ঠিত হয় IOC,আর মডার্ন অলিম্পিক গেমস শুরু হয় ১৮৯৬ সাল থেকে।