স্রোতের প্রতিকূলে একটি নৌকা ৩৯ মিনিটে ১৩ কিমি পথ যায়।যদি স্রোতের গতি ৩ কিমি হয়,তাহলে স্থির পানিতে নৌকার গতি কত?
 

A 23 km/hr 

B 27 km/hr 

C 17 km/hr 

D 20 km/hr 

Solution

Correct Answer: Option A

এ ধরনের অংক দেখলেই অনেকের ঐকিক নিয়মের মত এভাবে করা শুরু করে থাকেন

স্রোতের প্রতিকূলে ৩৯ মিনিটে যায় =১৩ কিমি

স্রোতের প্রতিকূলে ১ মিনিটে যায় =১৩/৩৯ কিমি

স্রোতের প্রতিকূলে ৬০ মিনিটে যায়=(১৩×৬০)/৩৯
                     =২০ কিমি

সুতরাং স্থির গতি হবে ২০+৩=২৩ কিমি
কিন্তু এভাবে করলে সময় বেশি লাগবে।

এই অংকটি খুব দ্রুত করতে চাইলে ভাবুন>> ৩৯ মিনিট=১৩ কিমি,যার অর্থ যত মিনিটেই হোক না কেন তার ৩ ভাগের এক ভাগ পথ যেতে পারে।
তাহলে গতিবেগ বের করার জন্য ৬০ মিনিটে যাবে ২০ কিমি।এই ২০ কিমি হল প্রতিকূল গতি।
তাহলে স্থির গতি হবে ২০+৩=২৩

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions