Solution
Correct Answer: Option C
- কুকুরের থাকার জন্য যে বিশেষ ঘর বা জায়গা তৈরি করা হয়, তাকে Kennel বলা হয়।
- Hutch হলো খরগোশ বা এই জাতীয় ছোট প্রাণী রাখার খাঁচা বা বাক্স।
- ঘোড়া রাখার জন্য নির্মিত জায়গাকে বলা হয় Stable বা আস্তাবল।
- কোনো কিছুকে ঠেস দিয়ে রাখা বা দাঁড় করিয়ে রাখার ব্যবস্থাকে বলা হয় Stay।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধু 'Kennel' শব্দটিই কুকুরের বাসস্থানের সাথে সম্পর্কিত।