What does Faustus Promise to the devil in exchange for great Knowleoge,, riches and power for a period of 24 years?
A his body
B his house
C his soul
D his horse
Solution
Correct Answer: Option C
ডক্টর ফাউস্টাস নাটকে শয়তানের (মেফিস্টোফিলিস) সাথে ফাউস্টাসের চুক্তি ছিল ২৪ বছরের। এই চুক্তির মাধ্যমে তিনি নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে দেন এবং বিনিময়ে পান ২৪ বছরের জন্য অসীম ক্ষমতা, জ্ঞান এবং সকল ইচ্ছা পূরণের সামর্থ্য। এই ২৪ সংখ্যাটি দিন-রাতের ২৪ ঘণ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রতীকী সংখ্যা। চুক্তির মেয়াদ শেষে শয়তান ফাউস্টাসের আত্মা নিয়ে যায়, যা ক্রিস্টোফার মার্লো রচিত এই নাটকে মানুষের অতিলোভের ট্র্যাজিক পরিণতি হিসেবে চিত্রিত হয়েছে।