Solution
Correct Answer: Option C
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।
৫৮ দিনের পরের দিন = ৫৯তম দিন
৫৯ দিন = (৮ × ৭) + ৩দিন
৫৭ তম দিন = রবিবার
৫৮ তম দিন = সোমবার
৫৯ তম দিন = মঙ্গলবার