একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ডাইভার দিয়ে একই মাপের দু'টি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতার প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে ?
A মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে
B চিকন হাতলের ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
C দু'টির একই সংখ্যকবার ঘুরাতে হবে
D কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
- হাতলের ব্যাস যা-ই হোক না কেন সেটা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘুরে এবং সেই সাথে স্ক্রুটিও ৩৬০ ডিগ্রি ঘুরবে।
- সুতরাং, সমান গভীরতার প্রবেশ করাতে চাইলে স্ক্রু-ডাইভার দুটিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে।
- হাতলের ব্যাস যত বেশি হবে স্ক্রু -ড্রাইভারের যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। এজন্য মোটা হাতলওয়ালাটি দিয়ে কাজ করা সহজ। তাই চিকন হাতলের ড্রাইবার দিয়ে কাজ করা কঠিন।
- কিন্তু এই প্রশ্নটি যান্ত্রিক সুবিধা নিয়ে করা হয়নি, যান্ত্রিক সুবিধার সাথে মিলিয়ে বাজারের অনেক বইয়ে 'খ(চিকন হাতলের ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে)' উত্তর দেওয়া যা সম্পূর্ণ ভুল।