'Gitanjali' of Rabindranath Tagore was translated by -- 

A  W.B. Yeats 

B  Robert Frost 

C  John Keats 

D  Rudyard Kipling 

Solution

Correct Answer: Option A

W.B. Yeats হলেন Irish poet, dramatist ও critic ।
১৯১২ সালে প্রকাশিত 'GITANJALI' পাঠ করে অভিভূত হন বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস। ১৯১৩ সালে ম্যাকমিলান কম্পানি ইংরেজি 'GITANJALI'-র যে সংস্করণ প্রকাশ করে, তাতে ইয়েটস লিখিত ১৬ পৃষ্ঠার একটি দীর্ঘ ভূমিকা সংযোজিত হয়। অন্যদিকে ইংরেজি 'GITANJALI' রবীন্দ্রনাথ উৎসর্গ করেন তাঁর ইংরেজ বন্ধু রোদেনস্টাইনকে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions