'Gitanjali' of Rabindranath Tagore was translated by --
Solution
Correct Answer: Option A
W.B. Yeats হলেন Irish poet, dramatist ও critic ।
১৯১২ সালে প্রকাশিত 'GITANJALI' পাঠ করে অভিভূত হন বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস। ১৯১৩ সালে ম্যাকমিলান কম্পানি ইংরেজি 'GITANJALI'-র যে সংস্করণ প্রকাশ করে, তাতে ইয়েটস লিখিত ১৬ পৃষ্ঠার একটি দীর্ঘ ভূমিকা সংযোজিত হয়। অন্যদিকে ইংরেজি 'GITANJALI' রবীন্দ্রনাথ উৎসর্গ করেন তাঁর ইংরেজ বন্ধু রোদেনস্টাইনকে।