Correct Answer: Option C
এই বাগধারার উৎপত্তি থাইল্যান্ডের প্রাচীন ইতিহাস থেকে। থাইল্যান্ডের রাজারা তাদের বিরক্তকর বা অসন্তুষ্ট কর্মকর্তাদের সাদা হাতি উপহার হিসেবে দিতেন। সাদা হাতিগুলিকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, তাই তাদের লালনপালন ও দেখাশোনার জন্য প্রচুর খরচ হত। ফলে, এই কর্মকর্তারা সাদা হাতির খরচ মেটাতে পারতেন না এবং তাদেরকে দারিদ্র্য ও ক্ষতির সম্মুখীন হতে হতো।
নিচে "white elephant" বাগধারার কিছু উদাহরণ দেওয়া হলো:
• The government's new program is a white elephant. It's expensive and doesn't work.Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions