বাংলাদেশের অভ্যন্তরে উৎপদিত, বিক্রিত ও ব্যবহৃত দ্রব্যের উপর সরকার কর্তৃক আরোপিত করকে বলে-
A আয়কর
B আবগারি কর
C বাণিজ্য কর
D বিক্রয় কর
Solution
Correct Answer: Option B
আবগারি শুল্ক দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের ওপর আরোপিত কর। পরিভাষা হিসেবে 'আবগারি কর' 'আবগারি শুল্ক' অপেক্ষা ব্যাপকতর অর্থ বহন করে এবং এর মধ্যে দ্রব্য বা সেবার উৎপাদন, বিক্রয়, বা ক্রয়ের ওপর আরোপিত কর অন্তর্ভুক্ত।