- একটি কীবোর্ডে মোট ৮৪ থেকে ১০১টি কী, আবার কোন কীবোর্ডে ১০২টি কী থাকে। - ব্যবহারের উপর ভিত্তি করে কী বোর্ডকে মোটামুটি ৫ ভাগে ভাগ করা যায়। - কী বোর্ডের বাম পাশের অংশে এক লাইনে F1-F12 পর্যন্ত কীগুলো ফাংশন কী। - আর কী বোর্ডের মাঝের অংশে নীচে চারটি তীর চিহ্নিত কী আছ, এদেরকে অ্যারো কী বলে। - কী বোর্ডের বাম পাশের A-Z অংশ পর্যন্ত ২৬টি কী হচ্ছে আলফাবেটিক কী। - বামপাশের অংশে ফাংশন কী এর নিচের লাইনে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা এবং যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বিভিন্ন সাংকেতিক চিহ্ন সম্বলিত কীগুলোকে নিউমেরিক বা লজিক্যাল কী বলে।
- কী-বোর্ডের যে সকল বোতাম চেপে কোন অক্ষর বা বর্ণ টাইপ করা হয় না ,কিছু অক্ষর বা বর্ণ বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয় ,সে সব বোতামকে বলা হয় Modifier key. - যেমনঃ Shift , Option, Command, Ctrl, Alt ইত্যাদি ।
ছবির বর্গাকার ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল Pixel ইংরেজি শব্দ Picture Element এর সংক্ষিপ্ত রূপ পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (যেমন মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।
- স্ক্যানার হল একটি ইনপুট ডিভাইস যা টেক্সট, ছবি, এবং ফটোগ্রাফের মতো বাস্তব জিনিসপত্রকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
এটি কাজ করে এভাবে: - স্ক্যানার আলোক সংবেদনশীল সেন্সর ব্যবহার করে যা কাগজের উপর থেকে তথ্যকে "পড়ে"। - এই সেন্সর দ্বারা সংগৃহীত তথ্য ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত হয়। - এই ডিজিটাল তথ্য তারপর কম্পিউটারে প্রেরণ করা হয় যেখানে এটি একটি ডিজিটাল ইমেজ হিসেবে সংরক্ষণ করা যায়।
- স্ক্যানার বিভিন্ন ধরনের দলিল, যেমন টেক্সট পেজ, ফটোগ্রাফ, চিত্র, এমনকি ত্রিমাত্রিক বস্তুও স্ক্যান করতে পারে। - এটি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী একটি ডিভাইস।
অন্যান্য বিকল্পগুলি (ডিজিটাইজার, মডেম, কীবোর্ড) এই ধরনের কাজের জন্য উপযুক্ত নয়। তাই, টেক্সট, ড্রয়িং এবং ফটো থেকে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করার জন্য সঠিক উত্তরটি হল স্ক্যানার।
- HTML এর পূর্ণরূপ হচ্ছে Hyper Text Markup Language। - এটি কোন প্রাগ্রামিং ভাষা নয় বরং একটি মার্কআপ ভাষা, যা মার্কআপ ট্যাগের সমন্বয়। আর ওয়েব পেজ হচ্ছে HTML ডকুমেন্ট। - HTML ডকুমেন্টকে ওয়েবপেইজের মাধ্যমে প্রকাশ করা হয়। - বিভিন্ন ওয়েব ব্রাউজারের যেমন- ইন্টারনেট এক্সপ্লোয়ার, ফায়ারফক্স প্রভৃতি কাজ হচ্ছে HTML ডকুমেন্টের বিষয়বস্তু পড়া এবং সেগুলো ওয়েবপেজের মাধ্যমে প্রদর্শন করা। - ওয়েব ব্রাউজার HTML tags প্রদর্শন করতে পারে না কিন্তু ওয়েবপেজের বিষয়বস্তু অনুবাদ করার জন্য HTML tags ব্যবহার করা হয়। - HEAD, BODY, Paragraph, lists, tables প্রভৃতি হচ্ছে HTML tags ডকুমেন্টের উপাদান।
- ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত Program-কে application software বলে। - Application software হতে পারে কোনো web browser, database, spreadsheet, word processing, photo-editing বা কোনো multimedia software. - যেমন: Foxpro, Oracle, dBase III, Adobe Photoshop, MS Word প্রভৃতি। - আর অপারেটিং সিস্টেম হলো একটি সিস্টেম সফটওয়্যার।
- MS Word-এ CTRL+E শর্টকাট কী-টি নির্বাচিত টেক্সট বা অনুচ্ছেদকে কেন্দ্র সমন্বয় (Centre alignment) করে। - এটি টেক্সটকে পৃষ্ঠার মাঝখানে স্থাপন করে, যার ফলে বাম ও ডান পাশে সমান পরিমাণ খালি জায়গা থাকে। - এই ফরম্যাটিং বৈশিষ্ট্য শিরোনাম, উপশিরোনাম বা যেকোনো টেক্সটকে আকর্ষণীয় ও সুসংগঠিত করতে ব্যবহৃত হয়।
- MS-Excel বর্তমান সময়ে জনপ্রিয় Spread sheet Software. - এটি হিসাব-নিকাশের কাজ করার জন্য ব্যবহার করা হয়। - ১৯৮৫ সালে মাইক্রোসফট কোম্পানি MS- Excel এর ১ম সংস্করণ বাজারে নিয়ে আসে। - MS-Excel এর ঘরে Numbers, Label, Date/time নামক ডাটা Entry হতে পারে।
- কিন্তু Character নামক ডাটা Excel Sheet-এ Entry হয় না।
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। - মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে পরিচয় করিয়ে দেন। - তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হলেন ব্রিটিশ বিজ্ঞানী ও গণিতবিদ অ্যালান টুরিং (Alan Mathison Turing)।
- কৃত্রিম বুদ্ধিমত্তায় Java, LISP, MATLAB, PROLOG, C/C++ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়। - তবে এদের মধ্যে প্রধানত Prolog ও Python কৃত্রিম বুদ্ধিমত্তায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। - Python হলো উচ্চতর স্তরের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। - Python ভাষার আবিষ্কারক নেদারল্যান্ডস এর নাগরিক গুইডো ভ্যান রসম। - ১৯৮০ সালে এটি আবিষ্কার হলেও ১৯৯১ সালে আনুষ্ঠানিক ঘোষণা আসে এবং ১৯৯৪ সালে বাজারে ছাড়া হয়।
- OMR এর পূর্ণরূপ হলো Optical Mark Reader. - এটি একটি ইনপুট ডিভাইস যা আলোর প্রতিফলনের সাহায্যে বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। - বহুনির্বাচনি প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- যে মেশিন Magnetic Ink Character Recognition (MICR) লেখা পড়তে পারে, তাকে MICR Reader বলে। - চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালির সাহায্যে MICR লেখা হয়। - MICR দ্বারা ব্যাংকের চেক নম্বর পড়া ও লেখা হয়। - এটি একটি ইনপুট ডিভাইস।
- কাবাডি ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে গৃহীত হয়।
- বাংলাদেশের স্বাধীনতার পর, দেশের ক্রীড়া সংস্কৃতির বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। - কাবাডি একটি ঐতিহ্যবাহী খেলা, যা গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। - এটি বাংলার মাটিতে বহু পুরনো সময় থেকে জনপ্রিয় ছিল। - সহজ সরঞ্জাম ও খেলোয়াড়ের শরীরিক দক্ষতার উপর নির্ভরশীল এই খেলা বাংলাদেশের গ্রামীণ জনগণের মাঝে বিশেষভাবে জনপ্রিয় হওয়ায় ১৯৭২ সালে সরকার এটিকে জাতীয় খেলার মর্যাদা দেয়।
- কাবাডির মূল চেতনা এবং এর ঐতিহ্যিক গুরুত্বের কারণেই স্বাধীনতার পরপরই কাবাডিকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। - কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় ভারতে।
- বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত।
- এখানে গারো, হাজং, কোচ, বানাই, হদি, মান্দাইসহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠী তাদের ভাষা, ধর্ম, এবং সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও চর্চা করে। - উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে এই নৃগোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং তাদের সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে ১৯৭৭ সালে এই একাডেমি প্রতিষ্ঠিত হয়। - প্রথম পরিচালক ছিলেন সিস বিভা সাংমা।
- একাডেমিটির চারটি শাখা রয়েছে: ১) সংস্কৃতি, ২) গবেষণা, ৩) লাইব্রেরি, ৪) জাদুঘর।
- এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হয়।
- জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয় করা এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের লক্ষ্যে ২২ নভেম্বর, ১৯৬৫ সালে United Nations Development Programme (UNDP) প্রতিষ্ঠা লাভ করে।
- এ সংস্থাটির সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। - কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- মানব উন্নয়ন সূচক (Human Developmant Index-HDI) হলো বিশ্বের সকল দেশসমূহের জীবনমান, শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয় প্রভৃতির তুলনামূলক সূচক। - মানব উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়। - প্রতিবছর United Nations Development Programme (UNDP) মানব উন্নয়ন সূচক প্রকাশ করে। - ১৯৯০ সালে পাকিস্তানি অর্থনীতিবিদ মাহবুব উল হক ও ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন মানব উন্নয়ন সূচক তৈরি করেন।
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের জন্য একটি আন্তর্জাতিক সংগঠন, যা ব্যবসা ও পেশাগত জগতে পারস্পরিক সহযোগিতা এবং মানবকল্যাণের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত।
- রোটারি ইন্টারন্যাশনাল তিনটি মূল অংশ নিয়ে গঠিত: ১) ক্লাবগুলি (Clubs), ২) রোটারি ইন্টারন্যাশনাল (Rotary International), ৩) দ্য রোটারি ফাউন্ডেশন (The Rotary Foundation)।
এছাড়াও, বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল, এবং অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা।
- আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৬।
- এর সদরদপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন। - বৃটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য দেশ চারটি।
যথা- মোজাম্বিক, রুয়ান্ডা , গ্যাবন ও টোগো ।
- আবার ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ। - ১৯৭২ সালের ১৮ এপ্রিল বাংলাদেশ সংস্থাটির ৩২তম সদস্যপদ লাভ করে এবং ১৯৭৩ সালে প্রথম কমনওয়েলথ এর শীর্ষ সম্মেলনে যোগদান করে।
- সর্বশেষে, ৫৫ তম = গ্যাবন, ৫৬ তম = টোগো, ২৫ জুন ২০২২ এ এ দুটি দেশ কমনওয়েলথ এ অন্তর্ভুক্ত হয়।
- দেশের উন্নয়নকে গতিশীল এবং উন্নয়নে চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে সরকার ১০০ বছরের দীর্ঘ মেয়াদী একটি পরিকল্পনা হাতে নিয়েছে। - এই মহাপরিকল্পনার নাম হচ্ছে ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ । - নেদারল্যান্ডসের ডেল্টা ব্যবস্থাপনার আলোকে সেই দেশর সহায়তায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এটি প্রণয়ন করেছে এবং ৪ সেপ্টেম্বর ২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এটি অনুমোদন পায়। - বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২০২১ এর হটস্পট ছয়টি। যথা:উপকূলীয় অঞ্চল, বরেন্দ্র ও খরাপ্রবণ অঞ্চল, হাওড় ও আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, নদী অঞ্চল ও মোহনা এবং নগর এলাকাসমূহ।
- ভূপেন হাজারিকা ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত সংগীতশিল্পী। - তিনি ভারতের আসাম রাজ্যের গৌহাটি জেলায় ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ৫ নভেম্বর, ২০১১ সালে মৃত্যুবরণ করেন। - বাংলা, হিন্দি ও অসমিয়া- এ তিন ভাষাতেই আকাশচুম্বি জনপ্রিয়তা পায় তার গান। আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, সাগরে সঙ্গমে, দোলা হে দোলা, প্রতিধ্বনি শুনি- গানগুলো বাংলাদেশের মানুষের হৃদয়েও স্থান করে নিয়েছে।
- তার নিজ জেলা গৌহাটির মানুষ তাবে ভালবেসে 'ব্রহ্মপুত্রের কবি' বলে ডাকতো। - তিনি ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'ভারতরত্ন (মরণোত্তর) অর্জন করেন।
- ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। ইংল্যান্ডে এ খেলার উৎপত্তি। - ১৮৪৪ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলা হলেও ইতিহাস স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা শুরু হয় ১৮৭৭ সালে। - আর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৯৭১ সালে এবং ১৯৭৫ সাল থেকে ওয়ানডে বিশ্বকাপ খেলা শুরু হয়। - অস্ট্রেলিয়া, এন্টিগুয়া অ্যান্ড বারবুডা, বার্বাডোস, বারমুডা, গ্রানাডা, গায়ানা ও জ্যামাইকার জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তত্ত্বাবধানে ১৮৯৬ সালে গ্রিসের এথেন্স নগরীতে প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। - ২০২১ সালে ৩২তম অলিম্পিক গেমস- ২০২০ জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয়। - ২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। - ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত।
- ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। - এই অলিম্পিকের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ। - এর রাজধানী দিলি। - দেশটি ১৮৫৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত পর্তুগালের উপনিবেশ ছিলো। - ১৯৭৫ সালে দেশটি স্বাধীনতা ঘোষণা করে কিন্তু তার ৯ দিন পরেই পূর্ব তিমুরকে আক্রমণ করে প্রতিবেশী ইন্দোনেশিয়া দখল করে নেয়। - ২০ মে, ২০০২ সালে দেশটি ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- UNEP এর পূর্ণরূপ হলো United Nations Environment Programme। - এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত। - UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়। এই তারিখটি স্মরণে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। - UNEP মাঝে মাঝে ইউএন এনভায়রনমেন্ট বিকল্প নাম ব্যবহার করে। - UNEP ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণ ৮০% কমাতে একটি 'রোডম্যাপ' প্রস্তাব করেছে।
- গাজর (Carrot) এক প্রকার মূল জাতীয় সবজি এবং এর বৈজ্ঞানিক নাম Daucus Carota। - গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন-এ থাকে। - ভিটামিন-এ এর রাসায়নিক নাম রেটিনল। - প্রাণিজ উৎস হতে প্রাপ্ত ভিটামিন-এ রেটিনল এবং উদ্ভিজ্জ উৎস হতে প্রাপ্ত ভিটামিন-এ ক্যারোটিনরূপে পাওয়া যায়। - ভিটামিন-এ সবচেয়ে বেশি থাকে গাজরে। - এটি ত্বকের কোষের বৃদ্ধি ও পুনর্জন্মে সাহায্য করে। - তাছাড়া গাজরে ভিটামিন-সি, ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। - এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ ডিসেম্বর, ১৮৮০ সালে রংপুরের পায়রাবন্দ গ্রামে। - বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে তার অবদান চির অম্লান।
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। - তার লেখা 'Sultana’s Dream' গ্রন্থটি তিনি বাংলায় 'সুলতানার স্বপ্ন' নামে অনুবাদ করেন। - এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।
- নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর দিবসটি বিশেষভাবে পালিত হয়।
- ১৯৬১ সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। - এরপর ১৯৬২ সালে পাবনার ঈশ্বরদী থানার রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থান হিসেবে নির্বাচন এবং প্রকল্পের জন্য ২৬০ একর ও আবাসিক এলাকার জন্য ৩২ একর জমি অধিগ্রহণ করা হয়। - পরে পাকিস্তান সরকার তা বাতিল করে দেয়। - বাংলাদেশের একক বৃহত্তম প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে গঠিত। - এ প্রকল্পের খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা।
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং রাশিয়ান ঠিকাদার হিসেবে রোসাটম বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। - আর রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান টিভিইএল পারমাণবিক জ্বালানি উৎপাদন করছে। - ৫ অক্টোবর, ২০২৩ সালে রাশিয়া পারমাণবিক জ্বালানি বাংলাদেশের নিকট হস্তান্তর করে। - আর এর মাধ্যমে বাংলাদেশ ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ক্লাবে প্রবেশ করে।
সৌরজগতের তাপমাত্রা: - প্রতিটি গ্রহের গড় তাপমাত্রা সূর্যের দূরত্বের উপর নির্ভর করে; অর্থাৎ, যত বেশি দূরে থাকবে, তত বেশি শীতল হবে। - শুক্র হল সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও উষ্ণতম গ্রহ। - শুক্রের সূর্যের চারদিকে ঘুরতে ২২৫ দিন সময় লাগে। - সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১০.৮ কোটি কিলোমিটার, এবং পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র।
- কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রধান সরকারি ব্যাংক। - এটি দেশের মুদ্রা, ঋণের পরিমাণ ও অর্থ বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব এবং সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে।
- পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিকস ব্যাংক অব সুইডেন (Sveriges Riksbank) ১৬৫৬ সালে সুইডেনে স্থাপিত হয়।
অন্যদিকে, - যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংক অব ইংল্যান্ড' ১৬৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। - আর The Federal Reserve System (১৯১৩) এবং Bank of France (১৮০০) যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক।
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
- ১৯৭৪ সালে লাহোরে ইসলামিক সহযোগিতা সংস্থা OIC এর ২য় সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে মুসলিম দেশগুলো পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করে। - এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মেলনে যোগদানের ব্যাপারে শর্ত আরোপ করেন যে, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি না দিলে বাংলাদেশ OIC সম্মেলনে যোগদান করা থেকে বিরত থাকবে। - ফলশ্রুতিতে মুসলিম বিশ্বের চাপ আর বঙ্গবন্ধুর শর্তে রাজি হয়ে পাকিস্তান ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৩১ আগস্ট ১৯৭৫।
নেপাল বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৬ জানুয়ারি ১৯৭২।
সেনেগাল - ১ ফেব্রুয়ারি, ১৯৭২ (প্রথম মুসলিম ও আফ্রিকান)
ইরাক - ৮ জুলাই, ১৯৭২ (প্রথম আরব)
মিশর - ১৫ সেপ্টেম্বর, ১৯৭৬
ইরান - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
সৌদি আরব - ১৬ আগস্ট, ১৯৭৫
উল্লেখ্য, বাংলাদেশকে এ পর্যন্ত ১৫০ টি দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅প্রাইমারী ১ম ধাপের পরীক্ষার তারিখ দিলে ফুল মডেল টেস্ট শুরু হবে।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
✅ সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিন ৫০তম বিসিএস। মোট পরীক্ষাঃ ১৬২টি টপিক ভিত্তিক পরীক্ষাঃ ১০০টি রিভিশন পরীক্ষাঃ ৬২টি
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - বেসিকভিউ বই অনুসারে GK রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।