Solution
Correct Answer: Option B
ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন) ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক
প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের ডিজিটাল
মুদ্রা। এ মুদ্রায় লেনদেনের জন্য কোন আর্থিক নিয়ন্ত্রণকারী
প্রতিষ্ঠানের দরকার পড়ে না। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে
দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি (পিয়ার টু পিয়ার)
লেনদেন করা হয়। ২০০৮ সালে জাপানের সাতোশি
নাকামোতো এ মুদ্রা উদ্ভাবন করেন এবং ২০০৯ সাল থেকে
এর প্রচলন শুরু হয়। এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম
দেশ যারা ২০২১ সালে বিটকয়েনকে অর্থনৈতিক লেনদেনের
জন্য সরকারিভাবে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়।