বাংলাদেশে দশ টাকার নোটে কোন মসজিদের ছবি রয়েছে?

A শাহ মাখদুম মসজিদ

B কুসুম্বা মসজিদ

C বাইতুল মোকাররম মসজিদ

D আতিয়া জামে মসজিদ

Solution

Correct Answer: Option C

- বাংলাদেশের পুরাতন দশ টাকার নোটে আতিয়া মসজিদের ছবি ছিল।
- তবে বর্তমান প্রচলিত দশ টাকার নোটে বাইতুল মোকাররম এর ছবি আছে।

- এক টাকা, দুই টাকা এবং পাঁচ টাকার নোটকে বলা হয় সরকারি মুদ্রা। তাই ঐ তিন নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। 
- এছাড়া বাকি সব টাকার নোটে কেন্দ্রীয় ব্যংকের গভর্নরের স্বাক্ষর থাকে। 
- বাংলাদেশ ব্যাংক নোট হলো ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
- ২ টাকার মুদ্রায় 'সবার জন্য শিক্ষা' স্লোগানটি রয়েছে।
- ১ টাকার মুদ্রায় 'পরিকল্পিত পরিবার' ও 'সবার জন্য খাদ্য' স্লোগানটি রয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions