‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

A রূপতত্ত্বে

B ধ্বনিতত্ত্বে

C বাক্যতত্ত্বে

D অর্থতত্ত্বে

Solution

Correct Answer: Option B

বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়: ধ্বনি, ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির উচ্চারণ স্থান, ধ্বনি পরিবর্তন ও লোপ, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল, বর্ণমালা, বাগ্যন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান, সন্ধি বা ধ্বনি সংযোগ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions