What was the capacity of the crane ship to install the span of the Padma Bridge?

A 3600 tons

B 2600 tons

C 3500 tons

D 4500 tons

Solution

Correct Answer: Option A

পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি। এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। চীনা কোম্পানিটি পদ্মাসেতুর সুপার স্ট্রাকচার (স্প্যান) স্থাপনে ৩৬০০ টন ক্ষমতা সম্পন্ন ভাসমান ক্রেন ব্যবহার করে, যা চীন থেকে আনা হয়। বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions