মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি?

A বীর বিক্রম

B বীর শ্রেষ্ঠ

C বীর প্রতীক

D বীর উত্তম

Solution

Correct Answer: Option B

- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের জন্য মুক্তিযোদ্ধাদের ৪টি বিশেষ রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয়।
মর্যাদার ক্রমানুসারে খেতাবগুলো হলো:
- ১ম (সর্বোচ্চ): বীর শ্রেষ্ঠ (মোট ৭ জন এই খেতাব পেয়েছেন)।
- ২য়: বীর উত্তম।
- ৩য়: বীর বিক্রম।
- ৪র্থ: বীর প্রতীক।

সুতরাং, সর্বোচ্চ খেতাব হলো ‘বীর শ্রেষ্ঠ’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions