Solution
Correct Answer: Option B
সুলভ ও বিরল শব্দের অর্থ ও বিপরীতার্থক শব্দ
সুলভ (বিশেষণ):
- সহজ
- সস্তা
- অল্প মূল্যে মেলে এমন
- স্বাভাবিকভাবে ঘটে এরূপ (যেমন: শিশুসুলভ)
বিপরীতার্থক শব্দ: দুর্লভ
বিরল (বিশেষণ):
- অনিবিড়; ফাঁকবিশিষ্ট (যেমন: বিরল পল্লব)
- খুব কম; অত্যল্প
বিপরীতার্থক শব্দ: সুলভ (প্রদত্ত অপশন থেকে সুলভ-ই গ্রহণযোগ্য উত্তর)