৩০ টনের দুইটি আলাদা কন্টেইনার উত্তোলনের জন্য A ও B দুইটি কপিকল ব্যবহার করা হলো। A কপিকলে দুইটি চাকা ও B কপিকলে চারটি চাকা ব্যবহার করা হলে নিচের কোনটি সত্য?

A  A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।  

B B কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে। 

C উভয় কপিকলে সমান বল প্রয়োগ করতে হবে।   

D কোনটিই নয় 

Solution

Correct Answer: Option A

-কপিকলে সংযুক্ত চাকা বেশি থাকলে বল কম প্রয়োগ করতে হয়।
- A কপিকলে চাকা আছে দুইটি এবং B কপিকলে চাকা আছে চারটি।
- উভয় কপিকলে সমান ভরের বস্তু থাকায়, বস্তুটি উঠাতে B কপিকল অপেক্ষা A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions