Solution
Correct Answer: Option B
Macbeth নাটকটি William Shakespeare-এর লেখা। এটি শেক্সপিয়রের অন্যতম বিখ্যাত ট্র্যাজেডি নাটক। স্কটল্যান্ডের রাজা হওয়ার জন্য ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা এবং তার পরিণতির ওপর ভিত্তি করে নাটকটি রচিত।
• William Shakespeare সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- তাকে ইংরেজি সাহিত্যের মহাকবি বা Bard of Avon বলা হয়।
- তিনি মোট ৩৭টি নাটক (মতান্তরে ৩৮টি) এবং ১৫৪টি সনেট লিখেছেন।
• William Shakespeare রচিত বিখ্যাত নাটকসমূহ:
- Tragedies (বিয়োগান্তক নাটক):
- Hamlet
- Macbeth
- Othello
- King Lear
- Romeo and Juliet
- Julius Caesar
- Comedies (মিলনান্তক নাটক):
- As You Like It
- The Merchant of Venice
- A Midsummer Night's Dream
- The Tempest
- Twelfth Night
- The Comedy of Errors
• জেনে রাখা ভালো:
- বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়রের *The Comedy of Errors* অবলম্বনে 'ভ্রান্তিবিলাস' নামক গদ্যটি রচনা করেন।
- গিরিশচন্দ্র ঘোষ সহ অনেকেই বাংলায় *Macbeth* নাটকটি অনুবাদ করেছেন।