কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
Solution
Correct Answer: Option D
বাংলাদেশের ৪৫ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে খাসিয়া ও গারো ব্যতীত ৪৩ টি ক্ষুদ্র নৃগোষ্ঠীই পিতৃতান্ত্রিক । সাঁওতালদের কেউ কেউ মাতৃতান্ত্রিক, সবাই না। যেহুতু অপশনে সাঁওতাল আছে তাই এটাকে মাতৃতান্ত্রিক ধরা হয়েছে। ফ্রিকুয়েন্সি হিসাবে 'মারমা' সবার উপরে