নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?

A লক্ষ্মণ সেন

B রাজা ধর্মসেন

C রাজা বিক্রমাদিত্য

D রাজা ধর্মপাল

Solution

Correct Answer: Option D

- পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার (Somapura Mahavihara) বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বিখ্যাত বৌদ্ধ বিহার।
- এটি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত।
- ৮ম শতাব্দীতে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (খ্রিস্টাব্দ 770–810) এই বিহারটি প্রতিষ্ঠা করেন। - ধর্মপাল ছিলেন এক মহান বৌদ্ধ ধর্মাবলম্বী ও শিক্ষানুরাগী রাজা।
- তিনি বৌদ্ধ ধর্ম ও শিক্ষার প্রচারের উদ্দেশ্যে এই বিশাল বিহার নির্মাণ করেছিলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions