Solution
Correct Answer: Option A
শিল্প বিপ্লব:
- শিল্প বিপ্লব প্রথম ইংল্যান্ডে শুরু হয়।
- ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার অনেক কারণের মধ্যে পুঁজির প্রাপ্যতা ছিল একটি প্রধান কারণ।
- অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে বৈজ্ঞানিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে মৌলিক পরিবর্তন ঘটে, সেটিকেই শিল্প বিপ্লব বলা হয়।
- ফরাসি দার্শনিক লুই অগাস্তে রাংকি 'শিল্প বিপ্লব' শব্দটি প্রথম ব্যবহার করেন ১৮৩৭ সালে।
- ১৭৬০ সালে শুরু হওয়া শিল্প বিপ্লব শিল্পায়নের সূচনা করে।
- ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবনের মাধ্যমে শিল্প বিপ্লব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
- ১৮৭০ সালে বিদ্যুৎ আবিষ্কারের ফলে মানুষ আলোকিত বিশ্বের অভিজ্ঞতা লাভ করে।
- ১৮৪৫ সালে 'শিল্প বিপ্লব' শব্দটি পুনরায় ব্যবহার করেন জার্মান সমাজতন্ত্রী দার্শনিক ফ্রেডরিখ অ্যাঙ্গেলস।
- ১৮৮০ থেকে ৮১ সালে ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তাঁর 'Lectures on the Industrial Revolution in England' গ্রন্থে 'শিল্প বিপ্লব' শব্দটি ব্যবহারের মাধ্যমে এটি জনপ্রিয় করেন।