নিচের কোন দেশটি জাতিসংঘের সদস্য নয়?

A  কিউবা 

B  লিবিয়া 

C  সুইজারল্যান্ড 

D  ভ্যাটিকান 

Solution

Correct Answer: Option D

- ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন হলো জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র বা 'Observer State'
- এই দুটি রাষ্ট্র জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য নয়।
- ১৯৩টি সদস্য দেশ এবং ২টি পর্যবেক্ষক রাষ্ট্র নিয়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র হলো ১৯৫টি
- অপশনে উল্লেখিত অন্য তিনটি দেশ যেমন- কিউবা, লিবিয়া এবং সুইজারল্যান্ড জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য।
- সুইজারল্যান্ড ২০০২ সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions