সবচেয়ে ছোট পাখীর নাম কি?

A চড়ুই

B শালিক

C হামিংবার্ড

D দোয়েল

Solution

Correct Answer: Option C

- পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হলো হামিংবার্ড।
- এর মধ্যে 'বি হামিংবার্ড' (Bee Hummingbird) হলো বিশ্বের ক্ষুদ্রতম পাখি।
- এটি লম্বায় মাত্র ৫-৬ সেন্টিমিটার এবং এর ওজন প্রায় ২ গ্রামের মতো হয়।
- এই পাখি খুব দ্রুত ডানা ঝাপটে বাতাসে স্থির থাকতে পারে।
- চড়ুই, শালিক বা দোয়েল আকারে হামিংবার্ডের চেয়ে অনেক বড়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions