-->
 

    দাস প্রথা বিলুপ্ত করেন কে-

A.    মার্টিন লুথার কিং

B.    আব্রাহাম লিংকন

C.    নেলসন ম্যান্ডেলা

D.    জর্জ ওয়াশিংটন

Answer: Option B

Solution(By Myexaminer Team)
 

আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং মুক্তি ঘোষণা (Emancipation Proclamation) এর মাধ্যমে দাসদের মুক্ত করে দেন। দাস প্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় তিনি উত্তরাঞ্চলীয় ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দেন, এবং দক্ষিণের কনফেডারেট জোটকে পরাজিত করেন।

আজ Thursday, December 26, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।

কোর্সের নাম পরীক্ষার নাম ও সিলেবাস
গণিত ও মানসিক দক্ষতা পরীক্ষা-১৪
সমস্যার সমাধান(Problem Solving): বিভিন্ন গাণিতিক সমস্যা:- ট্রেন সংক্রান্ত সমস্যা, নৌকা-স্রোত বিষয়ক সমস্যা, নল-চৌবাচ্চা বিষয়ক সমস্যা।
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) পরীক্ষা-১৪৯
পরীক্ষা-১৪৭ ও পরীক্ষা-১৪৮ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সাপ্তাহিক প্রবাহ- ৪০
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। পরীক্ষা – ৬২

বাংলা ব্যাকরণ

বাক্য প্রকরণ
জব সলিউশন জব সল্যুশন- ৪৩৯
২০২৪ সালের জানুয়ারি মাসের যেকোনো একটি প্রশ্ন সেট থেকে।
বাংলা সাহিত্য ও ব্যাকরণ ব্যাচ-১৪ / পরীক্ষা- ৮
বাংলা ব্যাকরণ

উপসর্গ, অনুসর্গ।
৪৭তম বিসিএস প্রস্তুতি (সম্পূর্ণ সিলেবাস- ১২০দিন) পরীক্ষা- ৯
English Grammar
Topic:
Noun, Pronoun, Gender, Number, Adjective, Verb.
নোটঃ আমাদের প্রতিটি প্রশ্ন আপনার জ্ঞান এবং দক্ষতা প্রদর্শনের একটি সুযোগ। মনোযোগী থাকুন, আত্মবিশ্বাসী থাকুন এবং এগিয়ে যেতে থাকুন আমাদের প্রতিটি পরীক্ষার মাধ্যমে। সাফল্য আসবেই! আমাদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আছে, প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা অ্যাপ -এ পাবেন। অ্যাপ-এ প্রতিটি প্রশ্ন ও ব্যাখ্যা যদি ভালোভাবে পড়তে পারেন। তাহলে ইনশাআল্লাহ যেকোন পরীক্ষায় ৭০%-৮০% কমন পাবেন। Download App PDF রুটিন