Solution
Correct Answer: Option D
⇒ John Keats (জন কিটস) ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি।
⇒ তিনি ১৮১৯ সালে ‘Ode to a Nightingale’ কবিতাটি রচনা করেন। এটি তার বিখ্যাত পাঁচটি 'Ode'-এর মধ্যে অন্যতম।
⇒ এই কবিতায় কবি নাইটিংগেলে পাখির গানের অমরত্ব এবং মানুষের জীবনের নশ্বরতা ও কষ্টের মধ্যে তুলনা করেছেন।
⇒ জন কিটসকে ‘Poet of Beauty’ বা সৌন্দর্যের কবিও বলা হয়ে থাকে।