কোনটি শুদ্ধ বানান ?

A  আকাঙ্ক্ষা 

B  আকাক্ষা 

C  আকাংখা 

D  আকাঙখা  

Solution

Correct Answer: Option A

সন্ধি সাধিত শব্দে যদি ক, খ, গ, ঘ পরে থাকে শব্দের বানানে অনুস্বার (ং) অথবা ঙ দুটাই লেখা যায়। যেমন— অহংকার (অহম্ + কার) বা অহঙ্কার, ভয়ংকর বা ভয়ঙ্কর (ভয়ম্ + কর), সংগীত বা সঙ্গীত (সম্ + গীত)। এগুলো সন্ধিদ্বারা গঠিত শব্দ।

শব্দটি যদি সন্ধিবদ্ধ না হয়, তাহলে ‘ং’ দিয়ে লেখা যাবে না, ঙ দিয়ে লিখতে হবে। যেমন- আকাঙ্ক্ষা, অঙ্গ, অঙ্ক, আতঙ্ক, কঙ্কাল, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গী, বঙ্কিম প্রভৃতি।

আবার, শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে ং হবে। যেমন : রং, সং, গ্যাং, ঢং, পালং প্রভৃতি। কিন্তু ং-এর সাথে কখনোই কার/অন্য স্বর যুক্ত হবে না, তখন ঙ হবে। যেমন- বাঙালি (বাংালি নয়), ভাঙা (ভাংা নয়), রঙিন, রঙের প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions