বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি ?
Solution
Correct Answer: Option B
- বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হলো মহেশখালী।
- এটি কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা যা সাগর বক্ষে অবস্থিত।
- মহেশখালী দ্বীপের আয়তন প্রায় ৩৬২.১৮ বর্গ কিলোমিটার।
- এই দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় ঐতিহাসিক আদিনাথ মন্দির অবস্থিত।
- অপশনে থাকা ভোলা হলো বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা কিন্তু এটি পাহাড়ি দ্বীপ নয়।
- নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া হলো সমতল ভূমির দ্বীপ যা পর্যটনের জন্য বিখ্যাত।