হিসাবরক্ষকের নিকট হতে অফিসের কিছু টাকা হারানো গেছে। অথচ আপনি জানেন হিসাবরক্ষক সৎ এবং দায়িত্বশীল। অফিসের প্রধান হিসেবে আপনি কী করবেন?
A কিছুই বলবেন না।
B সাথে সাথে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
C ভুলের জন্য সবার সামনে বকাবকি করবেন।
D অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন।
Solution
Correct Answer: Option D
হিসাবরক্ষকের নিকট হতে অফিসের কিছু টাকা হারানো গেছে। অথচ আপনি জানেন হিসাবরক্ষক সৎ এবং দায়িত্বশীল। অফিসের প্রধান হিসেবে আপনি অন্যান্য সহকর্মীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবেন।