কেউ এসে বলল যে, আপনার কোন বন্ধু আপনার বিষয়ে সত্য নয় এমন সব গুজব রটাচ্ছে এবং এতে আপনার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনি তখন কী করবেন?
A ঐ বন্ধু সমন্ধে গুজব রটাবেন
B বন্ধুকে জিজ্ঞাসাবাদ করবেন
C বন্ধুকে ডেকে অতন্ত রাগের সাথে তাকে বকবেন
D কিছুই করবেন না
Solution
Correct Answer: Option B
ঐ বন্ধু সমন্ধে গুজব রটালে, বন্ধুকে ডেকে অতন্ত রাগের সাথে তাকে বকলে অথবা কিছুই না করলে হিতে বিপরীত হতে পারে।তাই আপনার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করাটাই সবচেয়ে ভাল।