'মণিপুরী’ ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোন জেলায় বাস করে?
Solution
Correct Answer: Option C
• মণিপুরী নৃগোষ্ঠী ভারত ও বাংলাদেশে বসবাসকারী একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী।
• এদের আদি নিবাস ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে।
• ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে রাজনৈতিক ও সংঘাতজনিত কারণে এরা মণিপুর রাজ্য থেকে বিতাড়িত হয়ে উপমহাদেশের বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ বাংলাদেশে আসা মণিপুরীরা মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ হবিগঞ্জ, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার মণিপুরী পাড়ায় বাস করে।
• ভাষাগত এবং ধর্মীয় ভিন্নতার কারণে বাংলাদেশের মণিপুরীরা তিনটি শাখায় বিভক্ত এবং স্থানীয়ভাবে তারা বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙন নামে পরিচিত।
• বাংলাদেশের মণিপুরীদের মধ্যে বিষ্ণুপ্রিয়ারা সংখ্যাগরিষ্ঠ।
• জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে মোট মণিপুরী জনসংখ্যা ২২৯৭৮ জন। আর এ প্রতিবেদন অনুযায়ী সিলেট বিভাগের ৪ জেলায় বসবাসকারী মোট নৃগোষ্ঠীর সংখ্যা মৌলভীবাজার (৭৩২৮৮ জন), হবিগঞ্জ (৪১৫৬৩ জন), সিলেট (১৬৪৫৮ জন) ও সুনামগঞ্জ (৫২৮৫ জন)। মৌলভীবাজারে ৩১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস রয়েছে। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ হলো মণিপুরী নৃগোষ্ঠী। এখানে মণিপুরী নৃগোষ্ঠীর তিনটি শাখার (বিষ্ণুপ্রিয়া, মৈতৈ ও পাঙন) জনগণ বাস করে।