আলাওলের রচনা নয় কোনটি ?

A হপ্ত পয়কর

B  ইউসুফ-জোলেখা

C  সিকান্দর নামা

D  তোহফা

Solution

Correct Answer: Option B

'ইউসুফ-জোলেখা' আলাওলের রচনা নয় । এটি লিখেছেন মধ্যযুগের মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর । কোরআন ও বাইবেলে 'ইউসুফ-জোলেখা'র কথা বর্ণিত আছে ।

ইরানের কবি ফেরদৌসিও এই নামে কাব্য রচনা করেছেন । উল্লেখ্য, শাহ মুহম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions