Solution
Correct Answer: Option D
The Three Witches, উইয়ার্ড সিস্টার্স বা ওয়েওয়ার্ড সিস্টার্স নামেও পরিচিত, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের চরিত্র (সি. 1603-1607)। ম্যাকবেথ হলেন একজন স্কটিশ জেনারেল যিনি রাজা ডানকানের পক্ষে লড়াই করছেন। তিনটি ডাইনি ম্যাকবেথকে জানায় যে সে স্কটল্যান্ডের রাজা হবে।