When was Mona Lisa painted by Leonardo da Vinci?

A 1431 AD

B 1492 AD

C 1504 AD

D 1556 AD

Solution

Correct Answer: Option C

-লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ইতালির কালজয়ী চিত্রকর, ভাস্কর, স্থপতি, সংগীতজ্ঞ ও বিজ্ঞানী।
-তিনি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তাঁর অমর সৃষ্টি ‘মোনালিসা’ ছবিটি আঁকেন। সে হিসেবে ১৫০৪ সঠিক উত্তর।
-১৮২১ সাল থেকে এটি ফ্রান্সের বিখ্যাত ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions